ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

যুদ্ধাপরাধের ৩৪তম মামলার রায় অপেক্ষায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৯, ২১ জুলাই ২০১৮ | আপডেট: ২৩:০১, ২১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের অভিযোগে আনা মামলায় ৩৪তম রায় ঘোষণা অপেক্ষমান রয়েছে। গত ৩০ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পটুয়াখালীর পাঁচ আসামির বিষয়ে যুক্তিতর্ক শেষে যে কোনো দিন রায় (সিএভি) ঘোষণা করবে বলে আদেশ দেয়।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবে। এটি হবে যুদ্ধাপরাধের মামলায় ৩৪ তম রায়।

আসামিরা হলেন- ইসহাক সিকদার, আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলভী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা ও সোলায়মান মৃধা।

প্রসিকিউটর সায়েদুল হক সুমন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শিগগিরই এ মামলার রায় ঘোষণা হবে বলে আশা প্রকাশ করেন।

এ পর্যন্ত ৬৩ মামলায় ট্রাইব্যুনালের তদন্ত টিম তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করেছে। এর মধ্যে ৩৪টি মামলার বিচার শেষ হয়েছে। ৩৩টির রায় ঘোষণা করা হয়েছে।

২০১৭ সালের ৮ মার্চ এ আসামিদের বিষয়ে অভিযোগ গঠন করা হয়। যুক্তিতর্কে আসামিদের সর্বোচ্চ সাজার আর্জি পেশ করে শুনানি করে প্রসিকিউশন।

২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল এ পাঁচজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারির পর পাঁচজনকেই গ্রেফতার করা হয়।

এদিকে মৌলভীবাজারের রাজনগরের মো. আকমল আলী তালুকদারসহ চারজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়ে গত ১৭ জুলাই রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। এটি মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের অভিযোগে আনা মামলায় ৩৩তম রায় ছিল।

তথ্যসূত্র: বাসস।

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি